ইন্দপুর: জাগলিংয়ের জাদুতে মুগ্ধ পাঁচমুড়া, বিপাশা বৈষ্ণবের শোয়ের পরে সভাধিপতি কাপের ফাইনালে ডি.এম একাদশের জয়
পাঁচমুড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভাধিপতি কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনালে ডি.এম একাদশ ১–০ গোলে হারায় শালতোড়া পঞ্চায়েত সমিতি একাদশকে। খেলার আগে উত্তর ২৪ পরগনার বিখ্যাত ফুটবল জাগলার বিপাশা বৈষ্ণবের জাগলিং দর্শকদের মুগ্ধ করে। প্রায় ১৫ হাজার দর্শক খেলা উপভোগ করেন। ম্যাচ পরিচালনা করেন আইএফএ–র রেফারি রাজশ্রী হাঁসদা। উপস্থিত ছিলেন সাংসদ, মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।