দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেতুগ্রামের ভাগীরথীতে তলিয়ে যাওয়া ব্যক্তির এখনও খোঁজ মিললো না। গতকালকের পাশাপাশি শুক্রবারও দিনভর নদীতে তল্লাশি চালালো বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। নদীতে নজরদারি চালায় পুলিশও। এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ সেই দৃশ্য দেখা যায়। জানা গিয়েছে, ভাগীরথীর মাঝনদীতে বেআইনি সাদা বালি লুট করতে গিয়ে বড়সড় বিপর্যয় হয়। বুধবার রাতের অন্ধকারে মৌ গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর এলাকায় বালি বোঝাই একটি নৌকা উল্টে জলে তলিয়ে যান ১৩জন শ্রমিক।