রামনগর ১: দীঘাসমুদ্রে স্নান করতে নামা ও সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো পর্যটকদের হঠাৎ ছুটোছুটি,কয়েক মুহূর্তে গ্রাস করল আতঙ্ক
পূর্ব মেদিনীপুর জেলা সমুদ্র সৈকত দিঘাতে স্নান করতে নামা বা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো পর্যটকদের হঠাৎই শুরু হয় ছুটো ছুটি আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা |কারণ হিসেবে জানা যায় সকাল থেকে দিঘাতে আজ বৃষ্টি হচ্ছিল সঙ্গে চলছিল ঝড়ো হাওয়া হঠাৎ সেই ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড়ে রূপনায় এবং বেশ কিছুটা জায়গা জুড়ে ঘূর্ণিঝড় হতে থাকে আতঙ্কিত হয়ে পয়েন্ট পর্যটকরা তারা ছোট ছোট শুরু করে দেন যদিও অল্প কিছু সময় পড়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার খবর নেই |