সাব্রুম: সাব্রুম মহকুমার বটতলায় শূকরের ফার্ম পরিদর্শন করলেন দক্ষিন জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি
সাব্রুম মহকুমার বটতলায় শূকরের ফার্ম পরিদর্শন করলেন দক্ষিন জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি। ১৫ সেপ্টেম্বর বেলা ১ ঘটিকায় দক্ষিন জেলার সব থেকে বড় শূকরের ফার্ম পরিদর্শন করেন। জানা যায় সাব্রুম মহকুমার শিক্ষিত যুবক মৃনাল কান্তি দাস বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সাব্রুম মহকুমার বটতলায় শূকরের ফার্ম গড়ে তোলেন।এই ফার্ম থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শূকরের বাচ্চা ও বড় শূকর বিক্রি করে লাভের মুখ দেখছেন।বটলায় সফল শূকরের ফার্ম পরিদর্শন করেন দক্ষিন জেলা শাসক মহম্মদ সাজেদ পি