ধর্মনগর: আনন্দবাজার অফিসটিলা এলাকায় বাইক দুর্ঘটনা আহত এক ব্যক্তি
ধর্মনগর জেলা আদালত থেকে কৈলাশহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে আনন্দবাজারের অফিসটিলা এলাকায় হঠাৎই দুইজন বাইক আরোহী তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় তিনি রাস্তার উপর বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে খবর দেয় দমকল বাহিনীর অফিসে । দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর দমকল কর্মীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় ধর্মনগর হাসপাতালে ভর্তি করেন।আহত ব্যক্তির নাম কামাল হোসেন। বাড়ি কৈলাশহর বাবুর বাজার এলাকায়।