বাঘমুণ্ডী: প্রবীণ সমবায়ী, বিশিষ্ট সমাজসেবী, সুইসা সমিতির প্রতিষ্ঠাতা শিশির গুপ্তর স্মরণসভা আয়োজিত হলো সুইসাতে
প্রবীণ সমবায়ী, বিশিষ্ট সমাজসেবী, সুইসা সমিতির প্রতিষ্ঠাতা শিশির গুপ্তর স্মরণসভা রবিবার বাঘমুন্ডি ব্লকের সুইসাতে প্রয়াত প্রবীণ সমবায়ী, মানভূম এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা সুইসা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শিশির গুপ্তের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণসভা পালিত হলো। ১৪ তম এই স্মরণ সভাতে তার পূর্ণবয় মূর্তিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, স্মৃতিচারণা, বাউল সংগীত পরিবেশন, দুস্থদের কম্বল বিতরণ সহ বিভিন্ন ধরন