শীতলকুচি: আটিয়াবাড়ী নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো, উপস্থিত প্রধান
সোমবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত আটিয়াবাড়ী নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে একদিনের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির বসে। জানা যায় ছোটশাল বাড়ি অঞ্চলের তিনটি গ্রাম মিলে এই শিবির অনুষ্ঠিত হয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রাম এলাকার বিভিন্ন সমস্যা রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা হবে। উপস্থিত ছিলেন ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সারজিনা খাতুন বিবি সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।