হরিরামপুর: হরিরামপুরে সৎ বাবা ও মা-র হাতে দুই বছরের শিশুকন্যা খুন: বাবাকে গ্রেফতারের পর মা কে গ্রেফতার করল পুলিশ
গত বুধবার সৎ বাবা ও মা মিলে দুই বছরের এক শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, হরিরামপুর থানার পুলিশ ইতিমধ্যেই সৎ বাবা দিলদার হোসেনকে গ্রেফতার করেছে। এরপর শুক্রবার বিকেলে গ্রেফতার করা হয় শিশুটির মা আনজুরা খাতুনকেও।শুক্রবার দুপুর দু’টো নাগাদ হরিরামপুর থানার পুলিশ অভিযুক্ত আনজুরা খাতুনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে। আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।