বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে জেলাজুড়ে প্রচার কর্মসূচি জোরদার হয়েছে। তারই অঙ্গ হিসেবে রবিবার দুপুরে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল “উন্নয়ন পাঁচালি” মিছিল ও পথসভা। বাংলার ১৫ বছরের উন্নয়নযাত্রা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পথসভায় গিয়ে শেষ হয়।