দাসপুর ১: দাসপুরের পার্বতীপুর মণ্ডল পাড়ায় পানীয় জলের সমস্যা,বিক্ষোভ গ্রামবাসীদের
টানা প্রায় ১ বছর ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছে দাসপুর ১ নম্বর ব্লকের পার্বতীপুর মণ্ডল প্রায় প্রায় ১৫ টি পরিবার সাথে স্থানীয় বাজারের প্রায় ১০টি দোকানদার। বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টা নাগদা পার্বতীপুর মণ্ডল পাড়ার মানুষ পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন। তাঁদের স্পষ্ট অভিযোগ স্থানীয় নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত থেকে দাসপুর ১ ব্লক প্রশাসনে জানিয়েও সুরাহা হয়নি।