শালতোড়া: ঝনকায় যুব গোষ্ঠী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির তরফে দূর্গাপূজার আয়োজন করা হল, এবারের পুজো
৪৩ তম বর্ষে পদার্পণ করল
বুধবার আনুমানিক রাত্রি সাড়ে ১১টাথেকে রাত্রি ১১টা বেজে ৫০ মিনিট বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের ঝনকা গ্রামে ঝনকা যুব গোষ্ঠী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির তরফে দুর্গাপূজার আয়োজন করা হল। এবারের পুজো ৪৩ তম বর্ষে পদার্পণ করল ।এই পুজো প্যান্ডেল দেখতে নবমীর রাতে ভিড় করল দর্শনার্থীরা তথা এলাকার মানুষজনেরা ।