বরজোড়া: একাদশীতে প্রায় ত্রিশ টির বেশি প্রতিমা শোভাযাত্রা সহকারে রাজারবাঁধ বিসর্জন দেওয়া হল,পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে
প্রাচীন রীতিনীতি মেনে একাদশীতে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হল বড়জোড়ায় । পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে প্রায় ৩০টির ও বেশী প্রতিমা শোভাযাত্রা সহকারে বড়জোড়া রাজারবাঁধ বিজয়া ময়দানে নিয়ে আসা হয় এবং পরে সেখান থেকে রীতি মেনে রাজারবাঁধে বিসর্জন করা হয় । যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর।