গোসাবা: হুমায়ুন কবীর, শুভেন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে, এঁদের গাছে বেঁধে ঝাঁটা মারা উচিত পাঠানখলিতে বললেন ব্লক কার্যকরী সভাপতি
দক্ষিণ ২৪পরগনার গোসাবা ব্লকের পাঠানখালিতে, পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো বৃহস্পতিবার সকালে এদিনের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদালি ঢালী, গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল, গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল সহ গোসাবা ব্লক তৃণমূলের নেতৃত্ব ও পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা ও অঞ্চল তৃণমূলের নেতৃত্বরা