কিশোরীতলা ও গঙ্গাধারী গ্রামে ঢালাই রাস্তার শুভ উদ্বোধন নওদা ব্লকের মধুপুর অঞ্চলের কিশোরীতলা ও গঙ্গাধারী গ্রামে দীর্ঘদিনের রাস্তা সমস্যার অবসান ঘটল। বুধবার দুপুরে কংক্রিট ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান সেখ। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা–কর্মীরা। নতুন রাস্তায় খুশি এলাকার সাধারণ মানুষ।