বালুরঘাট: ঝড় বৃষ্টিতে বালুরঘাট পাওয়ার হাউজ এলাকায় জাতীয় সড়কে ভেঙে পড়ল আলোকসজ্জা তোরণদ্বার, অল্পের জন্য রক্ষা পেল এক বাইক আরোহী
কিছুক্ষণের ঝড় বৃষ্টিতে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর ভেঙ্গে পড়ল আলোকসজ্জার তোরণদ্বার। সেই সময় একটি মোটর বাইক নীচ দিয়ে যাচ্ছিল। বাঁশের তোরণদ্বার ভেঙে পড়ছে দেখি তিনি মোটরসাইকেল ফেলে সরে যান। যার ফলে সেই তোরণদ্বার ভেঙে তার মোটরসাইকেল উপরে পরে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। শনিবার বিকেল তিনটার দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের পাওয়ার হাউজ এলাকায়। স্থানীয় নিউ টাউন ক্লাবের আলোকসজ্জার তোরণদ্বার ভেঙে পড়ে।