রায়গঞ্জ: শ্বশুরবাড়িতে জামাইয়ের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের দেঁওগা এলাকায়, তদন্তে পুলিশ
শ্বশুরবাড়িতে জামাইয়ের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের দেঁওগা এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম জ্যোতিষ চন্দ্র সরকার, বাড়ি ও শ্বশুরবাড়ি কালিয়াগঞ্জের দেঁওগা এলাকায়৷ পরিবারের দাবী তারা এদিন সকালে খবর পান শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই জামাই। কিন্তু কেনো ও কিভাবে গলায় ফাঁস দিলো সে তা বলতে পারেনি পরিবার।