কল্যাণী: কল্যাণীর ২০ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির, উপস্থিত পৌর প্রধান নিলীমেশ রায় চৌধুরী
Kalyani, Nadia | Sep 18, 2025 কল্যাণী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার আমাদের পড়া আমাদের সমাধান এই শিবিরে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌর প্রধান নিলীমেশ রায় চৌধুরী সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং পৌরসভার আধিকারিকরা। এদিন এই শিবিরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন পৌর প্রতিনিধিরা এবং তা সমাধানের বিষয়ে আলোচনা করেন। আমাদের পাড়া আমাদের সমাধান শিবির শেষে দুয়ারে সরকার শিবির করা হয়।