কালচিনি: একদিকে বন্ধ চা বাগান, অপরদিকে জলকষ্টে জর্জরিত কালচিনি ব্লকের বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিকেরা
একদিকে বন্ধ চা বাগান, অপরদিকে জলকষ্টে জর্জরিত কালচিনি ব্লকের বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিকেরা। পুজোর মুখে এই নিয়ে রবিবার বিকেল চারটা নাগাদ ক্ষোভ উগরে দিল এলাকার বাসিন্দারা। জলের খোঁজে কেউ খুঁড়ছে রাস্তা, আবার অধিকাংশ শ্রমিকেই প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে নিয়ে আসতে হচ্ছে জল। গত দু সপ্তাহ ধরে বাগানের মাঝি, গোদাম লাইন সহ একাধিক শ্রমিক মহল্লায় পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। যা দরুন চরম সমস্যার সম্মুখীন বাগানের কয়েক হাজার শ্রমিক।