সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর আক্রমণের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি চৌপতিতে সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নাগরাকাটায় গিয়েছিলেন সাংসদ ও বিধায়ক। সেই সময়ই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তারই প্রতিবাদে কুশমন্ডি চৌপতিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।