রাজারহাট: নাগেরবাজারে ৭৬ তম বর্ষে অমরপল্লি সার্ব্বজনীন পুজো কমিটির থিম "বিড়লা তারামন্ডল"
নাগেরবাজারে ৭৬ তম বর্ষে অমরপল্লি সর্বজনীন পুজো কমিটির থিম বিড়লা তারামন্ডল। মহাজাগতিক নানান ঘটনার স্বাক্ষী থাকতে বাড়ির সব বয়সের সদস্যদের নিয়ে ছুটির দিন বিড়লা তারামন্ডল গেছেন নিশ্চয়ই? জানেন এর ইতিহাস? অবিকল বিড়লা তারামন্ডল তার সমস্ত ইতিহাস নিয়ে উপস্থাপনা করা হয়েছে নাগেরবাজারে। ৭৬ তম বর্ষে অমরপল্লি সার্ব্বজনীন পুজো কমিটির থিম বিড়লা তারামন্ডল। পুজোর উদ্যোক্তাই পুজোর থিম মেকার।