রামপুরহাট ২: সন্তোষপুরে যোগাদ্যা মাতা মন্দিরে ১০৮ টি কলস ভরে নাম সংকীর্তন
সন্তোষপুরে যোগাদ্যা মাতা মন্দির উন্নয়ন সমিতির অষ্টাদশ বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হাজারো ভক্তের সমাগমে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। ১০৮টি কলস ভরে অনুষ্ঠিত হয় নামসংকীর্তন ও পূজা অনুষ্ঠান। ভক্তিময় পরিবেশে দিনভর চলে মায়ের আরাধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।