কলকাতা: নবমী-দশমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা, জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট
সপ্তমীতে কমবে বৃষ্টির প্রভাব। রবিবার অর্থাৎ ষষ্ঠীর দুপুর থেকে আকাশ ছিল ঝলমলে। শরতের আকাশে সাদা তুলোর মত মেঘ উড়তে থাকে। সূর্যের প্রখর তাপ ছিল। ফলে সারা বছর অপেক্ষা করে থাকা বাঙালিকে আর ঘরবন্দী করে রাখা যায়নি। রবিবার দুপুর থেকেই দর্শনার্থীরা রাস্তায় নেমে পড়েন। ষষ্ঠীর সন্ধ্যায় আবহাওয়ার ঝড় বৃষ্টির পূর্বাভাস কে মাথায় রেখেই এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়াতে থাকেন দর্শনার্থীরা।