বিনপুর ২: নামোগোড়া এলাকার রাস্তা নিজেদের উদ্যোগে মেরামত করছেন এলাকাবাসীরা
পঞ্চায়েত ও ব্লকে জানিয়েও হয়নি কাজ অবশেষে শুক্রবার নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করলেন এলাকাবাসীরা। ঘটনাটি বিনপুর 2 ব্লকের বাঁশপাহাড়ী অঞ্চলের নামোগোড়ার। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে রাস্তা মেরামতের কাজ।