ধর্মনগর: আলোর উৎসব দীপাবলির প্রাকলগ্নে রবিবার সন্ধ্যায় কাঞ্চনপুর মিলন সংঘ ক্লাবের ৭১তম শ্যামাপূজার উদ্বোধন করেন মন্ত্রী
আলোর উৎসব দীপাবলির প্রাকলগ্নে রবিবার সন্ধ্যায় কাঞ্চনপুর মিলন সংঘ ক্লাবের ৭১তম শ্যামাপূজার উদ্বোধন করেন রাজ্যের তপশিলি জাতি,প্রানী সম্পদ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কাঞ্চনপুর কালিবাড়ি সংলগ্ন মিলন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত কালিপুজার উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এম.ডি.সি শৈলেন্দ্র নাথ,এম.ডি.সি স্বপ্না রানী দাস, সমাজসেবী বীরেন্দ্র কর, গৌতম রায়, অরুণ নাথ ক্লাবের কর্মকর্তা তাপস নাথ সহ প্রমুখরা।