শীতলকুচি: পঞ্চারহাট এলাকায় দুই মহিলার দ্বন্দ্বে মৃত এক মহিলার ঘটনায় গ্রেফতার দুই জন
বুধবার পঞ্চার হাট এলাকায় এক মহিলার মৃত্যু ঘটনায় গ্রেপ্তার দুই জানালো শীতলকুচি থানার ওসি । গতকাল দুই প্রতিবেশী মহিলার দ্বন্দ্বে এক প্রতিবেশী মহিলার মৃত্যু ঘটে। এই ঘটনায় শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করেন মৃতের পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার শীতলকুচি থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করে।ওসি জানান দুইজনকে গ্রেফতার করা হয়েছে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত।