কাঁথি ১: কুলতলিয়া ক্লাব রাইজিং সান আয়োজিত শ্রীশ্রী শ্যামা মায়ের পুজোতে আজ মাতৃপ্রতিমা দর্শন করেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার BJP ২নং মণ্ডলের অন্তর্গত কুলতলিয়া ক্লাব রাইজিং সান আয়োজিত সার্বিজনীন শ্রীশ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষ্যে আজ মাতৃপ্রতিমা দর্শন করে সকলের মঙ্গল প্রার্থনা করেন কাঁথি লোক সভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী। সাংসদ সৌমেন্দু অধিকারী ক্লাব রাইজিং সানের সান্ধ্যকালীন অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন।