রামনগর ১: মান্দারমনিতে এক পানশালার দোকান থেকে ১ কোটি টাকা চুরির অভিযোগ কর্মীদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪ কর্মী, ধৃতদের জেলহেপাজত
মান্দারমনি কোস্টাল থানার পানশালার দোকান থেকে প্রায় এক কোটি টাকার মত চুরির অভিযোগ কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার চার কর্মে ধৃতদের কাঁথি আদালতের তোলা হলে জেলে যেতে নির্দেশ দেয় বিচারক। ধৃতরা হলেন সুবর্ণ রানা সত্যব্রত ত্রিপাঠি অজয় বারিক ও সৌমিত্র পয়রা,প্রত্যেকের বাড়ি কাঁথি এলাকায়.দোকানের ম্যানেজার অশোকজানা দোকান পরিদর্শন করতে গিয়ে চুরির ঘটনাটি জানতে পারেন. বুঝতে পারেন ৮৫ লক্ষ টাকার মদ চুরি করে বিক্রিকরে দেয় এবং ক্যাশ বাক্স ৫০ লক্ষ টাকা উধাও হয়ে যায় |