রানিগঞ্জ: রানীগঞ্জ বিধানসভায় আনন্দলোক হাসপাতালের পক্ষ হইতে শারদীয়া উপলক্ষে স্থানীয় কিছু মহিলাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান
আজ রানীগঞ্জ বিধানসভায় আনন্দলোক হাসপাতালের পক্ষ হইতে শারদীয়া উপলক্ষে স্থানীয় কিছু মহিলাদের বস্ত্র (শাড়ি) বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেল পাঁচটার সময়। দেবিপক্ষ আগমনী আগেই রানীগঞ্জ সমাজসেবী সংগঠনের তরফ থেকে প্রায় দেড়শ জন মহিলা কে শাড়ি বিতরণ করা হয়। ও মহিলা দেখে পুজোর শুভেচ্ছা দেওয়া হয়। কাল থেকে আগমন তাই যুক্ত গরিব পরিবারদের মুখে হাসি দেওয়ার জন্য আগে এসেই হাত হাত বাড়িয়ে দেই রানীগঞ্জ বিধানসভায় বিধায়ক তাপস ব্যানার্জি বলেন সবাই সবাই ভালো থাকলেই আমরা ভালো