চন্দ্রকোনা ২: মহালয়ার আগে চন্দ্রকোনার রেডিও দোকানগুলিতে ভিড় মানুষের
যুগের সাথে তালে তাল মিলিয়ে কমছে রেডিওর চাহিদা,বাড়ছে স্মার্ট ফোন,টেলিভিশনের ব্যবহার।মহালয়া শোনার জন্য আজও রেডিওতে কান পাতেন অনেকেই তাই মহালয়ার আগে রেডিও সারিয়ে নিতে ভিড় জমান রেডিওর দোকানে,বাকি কাজ ছেড়ে এখন আবদার মেনে রেডিও মেরামতে মেতে মেকানিকরা।