কালনা ১: ধাত্রীগ্রাম সম্প্রীতি ও নসরতপুর ইট খোলাপাড়ার দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ধাত্রীগ্রাম সম্প্রীতির ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম যুবক রেজাউল ইসলাম মোল্লা ও স্থানীয় কিছু যুবকদের হাত ধরে সাত বছর পূর্বে শুরু হয় এই পুজো। এবছর তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল থিমের ভাবনায় তারা ফুটিয়ে তুলেছে ইচ্ছেডানা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই উদ্যোক্তাদের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।