দিনহাটা ১: বিনামূল্যে টোটো রিক্সার রেজিস্ট্রেশন করাতে হবে, এই দাবিতে দিনহাটা থানার সামনে বিক্ষোভ টোটো চালক দের
দিনহাটায় দুপুরে প্রশাসনের তরফ থেকে টোটো চালকদের নিয়ে বৈঠকের পর, বিনামূল্যে টোটো রিক্সার রেজিস্ট্রেশন করাতে হবে, এই দাবি তুলে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ দিনহাটা শহরের একদল টোটো চালক সমবেত হয়ে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য, এক একটি টোটো রিক্সার রেজিস্টেশন করাতে যে অর্থ খরচ করতে হবে সেই অর্থ দেওয়ার মতো ক্ষমতা টোটো চালকদের নেই।