রাজগঞ্জ: হাই এলার্ট জারি থাকা মূর্তি নদীতে একটি ওয়েব সিরিজের শুটিং বন্ধ করে দিল মেটেলি থানার পুলিশ
হাই এলার্ট জারি থাকা মূর্তি নদীতে শনিবার বিকেল চারটা নাগাদ একটি ওয়েব সিরিজের শুটিং বন্ধ করে দিল মেটেলি থানার পুলিশ ও চালসা রেঞ্জের বনকর্মিরা। উল্লেখ্য মন থার প্রভাবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মূর্তি নদী সহ ডুয়ার্সের বিভিন্ন নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। নদীর ধারে যাতে কেউ না যায় তা নিয়ে প্রশাসনের তরফে প্রচারও করা হয়েছে। কিন্তু প্রশাসনের নির্দেশকে অমান্য করে এদিন থেকেই ডুয়ার্সের পাহাড়ি এই খরস্রোতা নদীর ধারে চলছিল ওয়েব সিরিজের শুটিং।