আপনাদের কাছে হাত জোড় করছি আমার নাতির খবর পেলে আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন নাতিকে খুঁজতে এসে ভাতারে কাতর আবেদন এক দাদুর, শনিবার নটার সময় তিনি এই আবেদন করলেন সংবাদ মাধ্যমের কাছে। গত দুমাস আগে নাতি হারিয়ে গেছে বিভিন্ন ব্লকে ব্লকে খুঁজে বেড়াচ্ছে দাদু শনিবার দিন ভাতার এলাকায় নাতির খোঁজে এলেন দাদু। দাদু জানান তার বাড়ি বর্ধমানের মালির বাগান এলাকায় । নাতি মুখে ভালো কথা বলতে পারেন না, পাশাপাশি একটি হাতের সমস্যা আছে।