অজ্ঞত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল বর্ধমান জিআরপি। জানাগেছে শনিবার দুপুরে শক্তিগড় পালসিটের মধ্যবর্তী রেললাইনে ওই অজ্ঞতা পরিচয় যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন জিআরপিতে খবর দেয়। বর্ধমান জিআরপি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে রবিবার দুপুর দুটোই বর্ধমান মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যুবকের পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে জিআরপি।