রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহরে বাড়ির ছাউনি উড়ে যাওয়ার খবর পেয়েই ছাতা মাথায় ত্রিপল নিয়ে ছুটে গেলেন কাউন্সিলার
শনিবার সন্ধ্যার দিকে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি রঘুনাথপুর শহরেও হঠাৎ ঝড় বৃষ্টিপাত হওয়ার কারণে রঘুনাথপুর শহরের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা হীমানি বাউরি নামে এক মহিলার বাড়ির ছাউনি কালবৈশাখি ঝড়ে উড়ে যাওয়ার খবর পেয়েই সাথে সাথে দুর্যোগকে উপেক্ষা করেই ছাতা মাথায় নিয়ে ত্রিপল নিয়ে ছুটে গেলেন ঐ ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত শেখর ঘোষ।