কুমারগ্রাম: বারবিশার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজোর মেলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল পদাবলী কীর্তন
কুমারগ্রাম ব্লকের বারবিশা বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজোর মেলার মুক্তমঞ্চে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন পরিবেশন করেন নদিয়া থেকে আগত তত্ত্ববিশারদ সুশান্ত কর্মকার ও সম্প্রদায়। এদিন পদাবলী কীর্তন শুনতে মুক্তমঞ্চের সামনে ভিড় লক্ষ্য করা যায়। জানা গিয়েছে, গত মঙ্গলবার ওই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আগামী ২ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। ক্লাবের তরফে জানানো হয়েছে, এবারে তাদের কালীপুজো ৫৬তম বর্ষে পড়ল।