বিনপুর ২: শিয়াড়বিঁধাতে BJP-র তরফে হয় SIR সহায়তা শিবির
সোমবার শিয়াড়বিঁধাতে বিজেপির তরফে হয় SIR সহায়তা শিবির। বিনপুর 2 ব্লকের প্রত্যন্ত এই এলাকায় পৌঁছে সোমবার দিনভর এলাকাবাসীদের SIR সংক্রান্ত যাবতীয় বিষয়ে সহায়তা করার পাশাপাশি SIR এর ফর্ম পূরণ করতে সাহায্য করেন বিনপুর 2 মন্ডল বিজেপির নেতৃত্বরা। এদিন সকাল থেকে বিকেল প্রায় ৫ টা পর্যন্ত চলে এই শিবির। উপস্থিত ছিলেন বিনপুর 2 মন্ডল বিজেপির সহ সভাপতি সুভাষ হেমব্রম সহ অন্যান্যরা।