ইংরেজবাজার: ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুরে ভাইফোঁটা উৎসবে শামিল হলেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক
ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুরে ভাইফোঁটা উৎসবে শামিল হলেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দেন তিনি। এই সমস্ত বিএসএফ জওয়ানরা চব্বিশ ঘন্টা সীমান্তে পাহারা দেন ফলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমাদের দেশ সুরক্ষিত। হয়তো আজকের এই দিনে তারা বাড়ি যেতে পারছেন না। কিন্তু তাতে কি। আজকে ভাই ফোটার দিনে সেই সমস্ত বিএসএফ জওয়ানদের কপালে ভাই ফোঁটা পড়িয়ে দেন বিধায়ক।