ডায়মন্ডহারবার ১: ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি অফিসে কালীপুজোর উপলক্ষে বস্ত্র উপহার খুলে দিলেন এডিশনাল এসপি
দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুলিশ সেলার এডিশনাল এসপি অফিসে ডায়মন্ড হারবারে অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দের নেতৃত্বে কালীপুজো হয় সেই পুজো উপলক্ষে এলাকার বেশ কিছু মানুষের ও শিশুদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেওয়ার পাশাপাশি মধ্যান্য ভজন করানো হয়।