রঘুনাথপুর ১: নিতুড়িয়ার বিভিন্ন এলাকায় পাণীয় জলসংকট,PHE দপ্তরে অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিদের
বেশ কিছুদিন ধরে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জল সংকট দেখা দেওয়ায় সোমবার দুপুরে নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জনপ্রতিনিধিরা রঘুনাথপুরের PHE দপ্তরে এসে অভিযোগ করলেন।তাদের অভিযোগ তাদের পাড়াতে দীর্ঘ দিন ধরেই জলসংকট দেখা দিয়েছে। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, সোমবার রঘুনাথপুর PHE অফিসে আমি সহ জনপ্রতিনিধিরা অভিযোগ জানিয়েছি।