বারাবনী: বারাবানী থানা প্রাঙ্গনে কালী পুজোর উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন
বারাবানী থানা প্রাঙ্গনে কালী পুজোর উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন বারাবনি থানা গ্রাম রক্ষী বাহিনীর পক্ষ থেকে কালীপূজা উপলক্ষে থানা চত্বরে প্রতিবছরের ন্যায় এই বছরও খিচুড়ি ভোগ বা নরনারায়ণ সেবার আয়োজন করা হলো যেখানে বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী এছাড়াও উপস্থিত ছিলেন আর জি পার্টির সদস্যরা এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপন রায় ও নিমাই মিত্র সহ বারাবনি থানার সমস্ত পুলিশ কর্মীরা আজ দুপুর ১