দেশপ্রাণ: কাঁথি-৩ব্লকের সভাগৃহে 1দিনের প্রাণী মিত্রা ট্রেনিং সূচনা করলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি -3 ব্লকে 1দিনের প্রাণী মিত্রা ট্রেনিং এর শুভ সূচনা করলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি ও অন্যান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবী গন।