নয়াগ্রাম: শীতের রাতে উষ্ণতার ছোঁয়া
ব্যাংসোলে পুলিশের ‘সহায়’ উদ্যোগে কম্বল পেল ৮০ জন গ্ৰামবাসী
জঙ্গলমহলে নেমে এসেছে শীতের কনকনে কামড়। সন্ধ্যা নামলেই আগুন ও চায়ের উনুনের সামনে জড়ো হচ্ছেন গ্রামবাসীরা। ঠিক সেই সময়েই মানবিকতার হাত বাড়িয়ে দিল নয়াগ্রাম থানার পুলিশ প্রশাসন। শনিবার বিকেলে নয়াগ্রাম ব্লকের ব্যাংসোল গ্ৰামে অনুষ্ঠিত হল পুলিশের বিশেষ সামাজিক উদ্যোগ—“সহায়” শিবির। সহযোগিতায় বারাসাতের স্বেচ্ছাসেবী সংস্থা “The Tree”।আট দশকের বৃদ্ধা থেকে বিধবা মা—সবাই পেলেন শীতের সঙ্গী।মোট ৮০ জন গ্রামবাসীর হাতে কম্বল তুলে দেন পুলিশ আধিকারিকরা।