নানুর: অপারেশন প্রাপ্তি'তে ফের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো নানুর থানার পুলিশ
ফের অপারেশন প্রাপ্তি'তে নানুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এক ব্যাক্তির মোবাইল ফোন উদ্ধার করে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে ফিরিয়ে দিলো নানুর থানার পুলিশ।জানা গেছে, গতকাল এক ব্যক্তি নানুর থানা এলাকার মধ্যে বাজার করতে এসে ফোন টি হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ফোন টি না পাওয়ার পরে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে একদিনের মধ্যেই মোবাইল টি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে এদিন ফিরিয়ে দিলেন। মোবাইল ফিরে পেয়ে।