পুরুলিয়া ২: বাইকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির, ময়নাতদন্তে দেহ পাঠানো হয় পুরুলিয়া মেডিকেলের মর্গে
বাইকের ধাক্কা মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ব্যক্তির নাম সাধন মাহাতো । বাড়ি টামনা থানা এলাকায় । গতকাল ঘটনাটি ঘটেছে । আজকে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুরুলিয়া সদর থানার পুলিশ ।