আমতা ১: গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে আমতা থানা চলো কর্মসূচি আমতার বিএমওএইচকে হেনস্থা করার প্রতিবাদে
Amta 1, Howrah | Nov 28, 2025 হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে উলুবেরিয়া উত্তর বিধানসভার বিধায়ক নির্মল মাঝি আমতা হাসপাতালের BMOH কে কু প্রস্তাব ও মানসিকভাবে নির্যাতন করার প্রতিবাদে এবং বিধাকে শাস্তির দাবিতে আমতা থানা চলো কর্মসূচি করা হলো। শুক্রবার আনুমানিক বিকেল চারটে নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত সহ গ্রামীণ জেলা বিজেপির নেতৃত্ববৃন্দ