মানবাজার ১: মানবাজারে পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি
মানবাজারে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার বিশরী অঞ্চলের পিডিজিএম স্কুলের কাছে মানবাজার বান্দোয়ান রাজ্য সড়কে।জানা যায় গোলকিড্ডি গ্রামের বাসিন্দা গৌতম পাল ঠেলা গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি বাইক সজোরে ধাক্কা দেয়। গৌতম পাল গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে এলে।