রঘুনাথপুর ১: বনবেড়িয়া গ্রামে ফাঁস লাগিয়ে মৃত্যু,হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে গলায় দড়ির ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক ব্যক্তির।তার নাম বছর ৫৭র মাগারাম বাউরি।তার বাড়ি পাড়া থানার বনবেড়িয়া গ্রামে। শুক্রবার সন্ধ্যায় গ্রামের অদূরে একটি তেঁতুল গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে ফাঁস কেটে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে এ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুপুরে রঘুনাথপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে PMএ পাঠায়।