জলঙ্গি: লরি ভর্তি রেশনের চাল পাচার করার আগেই গ্রেফতার এক সাগরপাড়ায়
লরি ভর্তি রেশনের চাল পাচার করার আগেই গ্রেফতার এক সাগরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর রাজ্য সড়কে অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি লরি যাওয়ার সময় সন্দেহ হলে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় লরি ভর্তি রেশনের চাল। ওই গাড়ির চালককে জিজ্ঞাসা করলে কোন সদ উত্তর দিতে না পারায় বাজেয়াপ্ত করে গাড়ি ভর্তি চাল ও লরিটি গ্রেপ্তার করা