বাংলার ভোেট রক্ষা শিবির খড়্গপুরে। SPECIAL INTENSIVE REVISION (SIR) কে সামনে রেখে আজ শনিবার খড়গপুর ২২৮ বিধানসভার খড়গপুর ১নম্বর ব্লক ও সদর ব্লকের দুই ব্লকের সমস্ত সুপারভাইজার,অঞ্চলের সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট, BLA-2 দের নিয়ে ধর্মা জামকুন্ডা নতুন প্রাথমিক বিদ্যালয়ে I-PAC এর পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির করা হয়। দিদির দূত অ্যাপস নিয়ে বিস্তারিত আলোচনা হয় গণনার ফর্ম ফরম ফিলাপ নিয়ে।